মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়াস্থ ‘কবি ভবনে’ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ রিজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মিরাননাহার, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, কলেজ শিক্ষক আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মোছাঃ কুমকুম খাতুন, সদস্য মোঃ কামরুল ইসলাম, তিতাস কুমার রাহা, কাজী আশরাফুল ইসলাম, কাজী মনিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার প্রচার সম্পাদক মোঃ রাজন বিশ্বাসসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা কবির কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল।
