ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুড়িগুড়ি বৃষ্টি ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

Mahamudul Hasan Babu
January 4, 2026 10:35 am
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট। প্রচণ্ড শীতে খেটে-খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। গুড়িগুড়ি বৃষ্টি ও কুয়াশার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ।
রবিবার সকাল ৬টায় লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল করছে ধীরগতিতে। বিশেষ করে দূরপাল্লার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় দিন দিন শীতের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় জেলাজুড়ে কনকনে শীত বিরাজ করছে। শীতার্ত মানুষেরা খড়কুটো দিয়ে আগুন জ¦ালিয়ে শীত নিবারন করছে।
এতে করে তিস্তা, সানিয়াজান, ধরলাসহ ১২টি নদ-নদীর চরাঞ্চলে বসবাসরত মানুষজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। উত্তরের হিমেল বাতাস ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে।

এদিকে জেলার পাঁচটি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে কম্বল বিতরণ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম।