ঢাকাWednesday , 30 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধক টিকায় অর্ধশত শিক্ষার্থী আহত।

Mahamudul Hasan Babu
October 30, 2024 12:51 pm
Link Copied!

এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিনে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর প্রায় ৬০ থেকে ৬৫ জনের বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।
উপজেলার বোরহানগঞ্জ জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচী চলাকালে মঙ্গলবার (২৯ অক্টোবর) এই ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, টিকার কারণে নয়, ছাত্রীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে,জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে মঙ্গলবার সকালে ওই স্কুলের প্রায় ১৬২ জন ছাত্রীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হয়। ছাত্রীদের শরীরে টিকা প্রয়োগ করার কয়েক মিনিটের মধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরপর শিক্ষক ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার পরপর একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। আহত শিক্ষার্থীদের মধ্যে কারো হাত-পা জ্বালাপোড়া করে, কেউ বমি করে, কারো মাথা ব্যথা করছে, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে এমন সমস্যা দেখা দিয়েছে। আহত শিক্ষার্থীরা ৫ম, ৬ষ্ট, ৭ম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ বলেন, ‘শিশুরা মূলত মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত হয়েছে। বোরহানউদ্দিনে প্রতিটি কেন্দ্রে আমাদের (এইচপিভি) টিকাদান কর্মসূচী চলছিল। হঠাৎ একজন মেয়ে অসুস্থ হয়ে পরে, এটা দেখে বাকি মেয়েরা আতঙ্কিত (ম্যাস প্যানিক) হয়ে অসুস্থ হয়ে পড়ে।’ অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আশা করি এটা কিছু সময় পর ঠিক হয়ে যাবে।