মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা:পাবনার ভাঙ্গুড়ায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট মো. মোশারফ হোসেন(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ। সে ভাঙ্গুড়া পৌর হেলিপ্যাড পাড়া মো.মোন্নাফ হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান ফোর্সসহ রবিবার সন্ধায় অভিযান চালিয়ে ভাঙ্গুড়া পৌর এলাকার হেলিপ্যাড পাড়া নিচ বাড়ি থেকে তাকে আটক করেন।এসময়তার কাছ থেকে ১৩.২৩ গ্রাম ওজনের ৪৭পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার অনুমান মূল্য ১৪ হাজাার ৭০০টাকা। এব্যাপারে মোশাররফ বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে এবং আটক মোশারফ কে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মোস্তাফিজুর রহমান ।
