মাইনুল ইসলাম, কুড়িগ্রাম: বাংলাদেশ আর্মি ক্যাম্প ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, নুনখাওয়া, হাসনাবাদ, বামনডাঙ্গা ও কালিগঞ্জ ইউনিয়নের ইউনিয়নের ২ শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম।
সোমবার সকাল ১১টায় ভিতরবন্দ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ৫ ইউনিয়নের ২শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম।
