ঢাকাMonday , 5 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে প্রথম আলোর উপজেলা প্রতিনিধি ও দুই সাংবাদিককে হয়রানিমূলক হত্যাচেষ্টা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

Mahamudul Hasan Babu
January 5, 2026 9:34 am
Link Copied!

বাদশা আলম  শেরপুর বগুড়া প্রতিনিধি: সোমবার বেলা ১২ টায় শেরপুর বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এরপরে অবিলম্বে তিনজন সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহার করা, তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করার কারণে বগুড়া সদর থানার ওসিকে প্রত্যাহার করা ও ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের ক্ষেত্রে পেশাগত পরিচয় যাচাই ও প্রাথমিক তদন্ত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনার দাবিতে বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়কারি রঞ্জন কুমার দে সভাপতিত্বে  ডেইলি অবজারভার প্রতিনিধি সৌরভ অধিকারী শুভ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপি’র সম্পাদক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শহর যুবদলের আহবায়ক সাবেক কাউন্সিলর শাহাবুল করিম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সরোয়ার জাহান, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম বাবলু, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি ইফতেখার আলম ফরহাদ, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি লিমন হাসান,  দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক জবাব দিহি পত্রিকার প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আনন্দ টিভি জেলা প্রতিনিধি কালবেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি,  দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি আহসান হাবিব প্রমুখ। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোহাম্মদ মিলন সরকার,  সাখাওয়াত হোসেন  জুম্মা, আল মাহমুদ কমল, সনাতন সরকার, শাজাহান মন্ডল, মেহেদী হাসান মজনু, এনামুল হক, নাজমুল হুদা নয়ন, আবু বক্কর সিদ্দিক, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, বিমান মৈত্র, দুলাল শেখ, বাদশা আলম,ইউনুস আলী,বিপ্লব মোহন্ত, রায়হান পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেরপুরে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সাংবাদিকদের বিরুদ্ধেই দায়ের করা হত্যাচেষ্টা মামলা (মামলা নং-৮২) সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। মামলায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার শেরপুর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী এবং দৈনিক প্রভাতের আলো পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লবকে আসামি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের প্রকৃত পরিচয় গোপন রেখে রাজনৈতিক পরিচয় দিয়ে এজাহার গ্রহণ করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাই অবিলম্বে নাম প্রত্যাহার ও ভবিষ্যতে পেশাগত দায়িত্ব ও প্রাথমিক তদন্ত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের শেষে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।