ঢাকাMonday , 5 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ

Mahamudul Hasan Babu
January 5, 2026 10:39 am
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: যাত্রীবাহী গাড়ির মতই দেখতে। কিন্তু এটি যাত্রী বহন করে না, করে কম্পিপিউটার। এতে রয়েছে উচ্চগতির ইন্টারনেট সংযোগও। গ্রামের অনেকে এটিকে বাস না বলে ‘কস্পিউটার গাড়ি’ বলে ডাকে। যুবসমাজকে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হচ্ছে এটি। গাড়িটি বর্তমানে বরগুনার আমতলী উপজেলা ভ্রমন করছে। এই গাড়িতে বসেই ৪০ জন কম্পিউটার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ যুব উন্নয়ন অধিদপ্তরের।
টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ টেকাব) শীর্ষক কারিগড়ি সহায়তায় প্রকল্প -২ এর আওতায় কম্পিউটার ও নেটওয়ার্কি বিষয়ক প্রশিক্ষণ কোর্সেও আওতায় জেলায় জেলায় চলছে এ প্রশিক্ষণ কর্মসূচী। সোমবার সকাল থেকে আমতলীতে শুরু হয়েছে এ কর্মসূচী। ওইদিন সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বরগুনার যুবউন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মো. শাহাবুদ্দিন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক ও সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ।
উদ্বোধনের পর সরেজমিন ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমান গাড়িতে বসে একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কিছু নারী পুরুষ। প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে একটি ল্যাপটপ। প্রশিক্ষক মো. ফারুক আহম্মেদ রিজবী তাদের কম্পিউটারের সকল মৌলিক বিষয় বোঝাচ্ছেন। শেখাচ্ছেন কীভাবে ইন্টারনেট চালাতে হয়। গাড়িতে বসে হাতে কলমে কম্পিউটার বিষয়ে কাজ শিখতে পেরে দারুণ উৎফুল্ল তারা।
প্রশিক্ষণ নিতে আসা হৃদয় চন্দ্র শীল ও মো. আব্দুল্লাহ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে আমাদের খুব ভালো লাগছে। কম্পিউটারের শিক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করবো।
এব্যাপারে আমতলী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) কবির আহমেদ বলেন, বেকার যুবকদের এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কওে গওে তোলা হবে।, যাতে তারা তাদেও আর বেকার থাকতে না হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব দুর করা সম্ভব হবে। এলক্ষ্যে ভ্রাম্যমান গাড়িতে করে কম্পিউটার প্রশিক্ষনের আয়োজন করেছি আমরা। এতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগনকে দক্ষ জনশক্তিতে পরিনত করা যাবে।