এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি: এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলার কড়িকান্দি বাজারে অবস্থিত মারহাবা শপিং কমপ্লেক্স (শিদ্দার মার্কেট)-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটটির শুভ উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ময়নামতি শাখার এফএভিপি ও এন্ড ম্যানাজার মো. মিজানুর রহমান।
কড়িকান্দি বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ মো. মনির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সি,কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.নাছির উদ্দিন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবদুল কাদের , ডা.সুমন,কড়িকান্দি বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু তাহের প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বক্তারা আরও জানান, নতুন এই আউটলেটের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, বিল পরিশোধসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকরা সহজেই গ্রহণ করতে পারবেন। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।
