ঢাকাMonday , 5 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাউফলে উপজেলা-পৌর বিএনপির যৌথ কর্মী সভা ও দোয়া মাহফিল

Mahamudul Hasan Babu
January 5, 2026 2:53 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল ৪টায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মী সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক জনাব মুহম্মদ মুনির হোসেন।
বিশেষ অতিথি করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফারুক আহম্মেদ তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুল জব্বার মৃধা।
সভা সঞ্চালনা করেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ. টি. এম. মিজানুর রহমান খোকন।
কর্মী সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির অতীত সংগ্রাম ও ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।