আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা সৃষ্টির লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম (অতিঃ দাঃ)।
এসময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, গাংনী মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি ‘ক’ গ্রুপ, ৯ম শ্রেণি থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত “খ’ গ্রুপ, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘গ’ গ্রুপ এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ‘ঘ’ গ্রুপ এভাবে ৪ টি গ্রুপে হামদ-নাত, কবিতা আবৃতি, অভিনয়, রচনা , সঙ্গীত ,নৃত্য ও জারি গান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য আমিরুল ইসলাম অল্ডাম, বেতার ও টেলিভিশন শিল্পী গোলাম আম্বিয়া ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিক গোলাম মোস্তফা ও জুলফিকার আলী ।
শিল্পীদের বাদ্যযন্ত্র সহযোগিতায় ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ রতন সরকার, সহকারী প্রশিক্ষক সেলিম রেজা, সন্ধানী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (সঙ্গীত শিক্ষক) শ্রী সুকেশ চন্দ্র বিঃ প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শুধুমাত্র ১ম স্থান অধিকারীকে চুড়ান্ত তালিকা করে মেহেরপুর জেলা পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ দেয়া হবে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
্ এবারে উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড কলেজে শিক্ষা প্রতিষ্ঠানের শতাধীক শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী অংশ নেয়।
