ঢাকাTuesday , 6 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে মানবতার সেবায় দৌড় পরিবার দুই দশকে ৩শ’র বেশি সামাজিক কার্যক্রম

Mahamudul Hasan Babu
January 6, 2026 5:21 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: শেরপুরে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন দৌড় পরিবার। ২০০৬ সালে শেরপুরের ২০০২ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি দীর্ঘ দুই দশকে সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত সংগঠনটি প্রায় ৩০০টিরও বেশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে।
দৌড় পরিবারের উদ্যোগে বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে এসেছে স্বচ্ছলতা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের খলিলুর রহমান এবং শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়া এলাকার জাহিনুর ইসলাম-কে জীবিকায়ন সহায়তা হিসেবে অটোরিকশা প্রদান। কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুফফা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সাব মারসিবল পাম্প স্থাপনসহ অজুখানা নির্মাণ করা। বাগড়া কলোনী গ্রামের ইংরাজ আলী-কে টিউবওয়েলসহ স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া ও শারীরিক প্রতিবন্ধী মো. আলমগীর (কানা ফকির)-কে স্বাবলম্বী করতে একটি মুদির দোকান করে দেয়া। এছাড়াও শারিরীক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহায় গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ সহ বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালনা করে থাকেন তারা।
সহায়তা পাওয়া খলিলুর রহমান বলেন, “দৌড় পরিবারের সহায়তায় আজ আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। অটোরিকশাটি আমার পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছে।”
একই অনুভূতি প্রকাশ করেন ইংরাজ আলী, তিনি বলেন, “পরিষ্কার পানির ব্যবস্থা ও টয়লেট নির্মাণের ফলে আমাদের পরিবারের স্বাস্থ্যঝুঁকি অনেক কমেছে। দৌড় পরিবার আমাদের জন্য যা করেছে তা আজীবন মনে থাকবে।”
এ প্রসঙ্গে দৌড় পরিবারের অন্যতম সদস্য ডা. ইকবাল হোসাইন ছনি, রেজওয়ানুল আলম রাজন, মো. খোরশেদ আলম লিখন, সৌরভ হাসান মাসুম বলেন, “আমরা চাই সমাজের অবহেলিত মানুষগুলো স্বাবলম্বী হয়ে উঠুক। বন্ধুত্ব ও মানবিকতার জায়গা থেকে আমাদের এই পথচলা, যা আগামীতেও অব্যাহত থাকবে।”
সচেতন মহলের মতে, দৌড় পরিবারের মতো সংগঠনগুলো সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। মানবতার সেবায় দৌড় পরিবারের এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে আলোর পথ দেখাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এমন কার্যক্রম রাষ্ট্রীয় উন্নয়ন প্রচেষ্টাকেও বেগবান করবে।