মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রায় ১ একর ৩৯ শতক জমি জোর করে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ৩ জানুয়ারী শনিবার ভোরে শতাধিক লোকজন নিয়ে উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর গ্রামের জমি চাষ করে সরিষা বপন করে মুরগীর ফার্মের জন্য তৈরী পিলার ভেঙ্গে ফেলেছে একই ইউপি’র মেস্টা গ্রামের মাইদুল ইসলাম।
এ ঘটনায় রোববার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী ধনেশ্বর চন্দ্র বর্মন জানান, শনিবার ভোরে হঠাৎ মানুষের চিল্লাচিল্লির শব্দে তাদের ঘুম ভাঙে। বাড়ির পূর্ব পাশের্^ পুকুরের ওপারে দেখেন শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে অবস্থান করছেন। কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন আবার কেউ ফার্মের জন্য বানানো সিমেন্টের পিলার ভেঙ্গে ফেলছেন। জমিতে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
স্থানীয়রা জানান, ধনেশ্বর চন্দ্র বর্মনের দাদা পঞ্চানন চন্দ্র বর্মনের ৮ একর ৯২ শতক জমি ছিল। পৈতৃক সম্পত্তি থেকে তার পিতা ধরনী চন্দ্র বর্মনকে ১ একর ৬৮ শতক জমি দিয়ে চাচা গিরিধর চন্দ্র বর্মন স্থানীয় মকবুলার রহমান ও আছব উদ্দিনের কাছে প্রাপ্ত অংশের চেয়ে বেশি বিক্রি করেন। ফলে ১৯৮০ সালে ২৩৪/৮০ মূলে বাটোয়ারা মামলা করেন ধরনী চন্দ্র বর্মন। সাব জজ আদালতের রায়ে ৪ একর ৪৬ শতক জমির মালিক হন তিনি। বাটোয়ারা মামলার বিরুদ্ধে ২২/৯০ নম্বর মামলা করে হেরে যায় প্রতিপক্ষ। ১৯৯১ সালে রিভিশন করে প্রতিপক্ষ যার নম্বর ২৯/৯১ সেখানেও রায় পান ধরনী চন্দ্র। ১৯৯৭ সালে হাইকোর্টে ৪০৩৪/৯৭ মামলায় দু’তরফা রায় পান। ২০০৫ সালে হাইকোর্টের আপিলে রায়ও পান ধরনী। আদালতের আদেশে ডিক্রি জারি করে দখল স্বত্ত্ব বুঝিয়ে দেন ধরনী চন্দ্রকে। এরপর থেকে ধরনী চন্দ্র ভোগদখল করা অবস্থায় মৃত্যুবরণ করলে তার ৫ ছেলে জমি চাষাবাদ করেন।
এর আগে ১৯৯০ সালে অর্থঋণ আদালতে মামলা করেও হেরে যান মকবুলার। ১৯৯১ সালে বিবাদী জেলা জজকোর্টে আপিল করলে সেখানেও তার রায় বিপক্ষে যায়।
তবে বিআরএস রেকর্ড হয় মকবুলার রহমানের নামে। বর্তমানে রেকর্ড সংশোধনের ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে মামলা চলমান। এরই মধ্যে গত শনিবার ভোরে মকবুলার রহমানের নাতি মাইদুল খান ও দুই ছেলে মোশারফ হোসেন মকু, মুসকি মাস্টারের নের্তৃত্বে শাহিন মিয়া, রহিম খান, এরশাদসহ শতাধিক ভাড়াটে লোকজন নিয়ে জমি দখলের চেষ্ট করে।
অভিযোগের বিষয়ে মাইদুল বলেন, সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ মিথ্যা। আমার দাদার ক্রয়কৃত জমি চাষ করেছি।’
মশফিকুর রহমান মকু বলেন, ‘ন্যাশনাল ব্যাংক রংপুরের ঋণখেলাপি হিসেবে পঞ্চানন চন্দ্র বর্মনের ৮ একর ৯২ শতক জমি নিলামে উঠলে আমার বাবা মকবুলার রহমান, চাচা আছব উদ্দিন ও ঘোষপুরের খেরাজ উদ্দিন কিনে নেন। বর্তমানে আরএস রেকর্ড, প্রিন্টপর্চা সব আমাদের নামে। তিনি দাবি করেন, আমাদের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ‘জমিটি হিন্দুদের বাড়ির সঙ্গে হওয়ায় অতীতে চাষ করতে গেলেই বাড়ি-ঘরে আগুন দিয়ে মামলা করার ভয়ভীতি দেখান। আমরা আমাদের জমি চাষ করেছি।’
পীরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদস্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
