স্টাফ রিপোর্টার (লক্ষীপুর) আবু সালমান : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম গ্রামের চোইয়াল বাড়ির কৃতি সন্তান, মরহুম শাহী আলমের সুযোগ্য পুত্র মোহাম্মদ দেলোয়ার হোসেন যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে নাগরিক পত্রিকার প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রবাসে থেকেও দেশ, সমাজ ও জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার এই যোগ্যতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে নাগরিক পত্রিকা কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রের বাফেলো প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছে।
বাংলাদেশ থেকে প্রিয় দেলোয়ার হোসেন যেটাজিকে যুক্তরাষ্ট্রের বাফেলো নাগরিক পত্রিকায় প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, তিনি দেশ ও জাতির স্বার্থে সবসময় সোচ্চার থাকবেন এবং তার দেশপ্রেম, দায়িত্ববোধ ও সাহসী বক্তব্যের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের কণ্ঠস্বর আরও দৃঢ় ও শক্তিশালী হবে—ইনশাআল্লাহ।
তার এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল হবে বলে আমরা আশাবাদী। মহান আল্লাহ তায়ালার কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
