সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি:দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়নে দক্ষিণ আইচা মারকাযুস সুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টার সময় মাদ্রাসার হল রুমে মাদ্রাসা কতৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম মাওলানা নাজিমুদ্দিনের
সভাপতিত্বে মাওলানা আবদুল কাদেরের পরিচালনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীভূষণ দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা সালাউদ্দিন (দা,রা,)
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান, দক্ষিণ আইচা মারকাযুস সুন্নাহ মাদ্রাসার সহসভাপতি ডাক্তার মোঃ মনির ফরাজি, দক্ষিণ আইচা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সেলিম রানা, শশীভূষণ বাজারে ব্যবসায়ী মোঃ সোহাগ ফরাজী, দক্ষিণ আইচা বাজারে ব্যবসায়ী মোঃ জসিম হাং মাওলানা শোয়েব প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনুল কারীমের সহীহ তিলাওয়াত ও ইসলামের বুনিয়াদী তা’লীম দেয়ার লক্ষ্যে এক যুগান্তকারী ও বিশেষায়িত শিক্ষা পদ্ধতি ‘নূরানী শিক্ষাধারা’। সেই সাথে এ শিক্ষাধারায় রয়েছে প্রয়োজনীয় সাধারণ শিক্ষাদানের ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। তাই এ পদ্ধতির শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শহর, নগর, গঞ্জ -গ্রামে ব্যাপক সমাদৃতি লাভ করেছে। এ সময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, জরুরী দু’আ-মাসায়েল ও ইংরেজি কবিতা শুনে অভিভূত হন উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক । পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবক প্রদান করা হয়।
