রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর, বিএনপির প্রয়াত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ-এর সহধর্মিণী বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
দলীয় শীর্ষ নেতৃত্বের আহ্বান এবং সংগঠনের ঐক্য রক্ষার বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, রোববার ঢাকার গুলশানে বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
হাসনা জসিম উদ্দিন মওদুদ বলেন, “দলের চেয়ারম্যান ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে নোয়াখালী-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় দল ও নেতৃত্বের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়েছি, সেই নীতির ধারাবাহিকতাই বজায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হলো।”
