স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর): আবু সালমান: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আশ্রম ২ নম্বর ওয়ার্ডের জনতা বাজার রোডে অবস্থিত ভাই ভাই প্লাজা সংলগ্ন চর ডাক্তার এলাকায় দারুস সুফ্ফাহ মডেল মাদ্রাসায় এক হৃদয়স্পর্শী সবক, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬ ইং) সকাল ১০টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত আলেমে দ্বীন মুফতি নেজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের মাঝে নতুন সবক প্রদান করা হয় এবং দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়। কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই দারুস সুফ্ফাহ মডেল মাদ্রাসার সার্বিক সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠার জন্য দোয়া করেন।
