ঢাকাWednesday , 7 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 7, 2026 12:12 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: সারাদেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭জানুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার মাঠে এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফেরদৌস আলম ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, প্রচার সম্পাদক মো.মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাখাওয়াত হোসেন , ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, পুকুর পাড় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. র‌ওশন আলী,আদাবাড়িয়া স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্রফি, মেডেল ও তুলে দেন অতিথিবৃন্দ। রঙিন আয়োজন, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ভাঙ্গুড়া এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।