সবুজ হোসেন, নওগাঁ:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁ জেলার নির্বাচন কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ (ওসি) অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ।
নওগাঁ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, আন্তঃদপ্তর সমন্বয়, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
বিশেষ অতিথি ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে এবং যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।
মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আজ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভা ও প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
