রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে আইডিয়াল স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হেসেন, সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. এমরান হোসেন, রাণীনগর উপজেলা বিএপির সভাপতি মো. এছাহক আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজে আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান প্রমূখ।
