ঢাকাWednesday , 7 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ঔষুধ ব্যবসায়ী নিহত

Mahamudul Hasan Babu
January 7, 2026 4:52 pm
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মো.বজলুর রহমান (৬২) নামে এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটসংলগ্ন হালিমা ফার্মেসির মালিক ছিলেন।
স্থানীয়রা জানান,,বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় উপজেলার পোপালপুর এলাকায় প্রয়াত আফসার উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত বজলুর রহমান মহম্মদপুর উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে।খবর ছড়িয়ে পড়লে এক নজর নিহত বজলুর রহমানকে দেখার জন্য হাসপাতালে শত শত মানুষ ভিড় জমান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।