আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে জাতীয় ভলিবলসহ নানা ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার অনুষ্ঠিত জহয়েছে। ৪ টি দল নিয়ে লীগ পদ্ধতিতে বৃহস্পতিবার দিনব্যাপী খেলায় গাংনী পৌর ভলিবল দল ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পক্ষান্তরে উপজেলার তেঁতুলবাড়ীয়া ভলিবল দল ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ লাভ করে।
আজ বৃহম্পতিবার বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত ভলিবল, ব্যাডমিন্টন, গাদন, পিঠা মেলা, কুইজ, বিতর্ক ও তাৎক্ষনিক অভিনয় এর সমাপনী শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ ক্যাম্পাসের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘচিকার সময় টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সককারী কমিমশনার (ভূমি) কর্মকর্তা নাবিদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান, মুক্তিযোদ্ধা হিসাবউদ্দীনের উপস্থিতিতে খেলার উদ্বোধন ঘোষনা করেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযাদ্ধা শামসুল আলম সোনা।
তারুণ্যের উৎসব উদযাপনে প্রধান অতিথি হিসেবে ভলিবল টুর্নামেন্টসহ অন্যান্য ইভেেেন্টর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভ’ূমি) কর্মকর্তা নাবিদ হোসেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা মহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আলমগীর ,ভেেেটরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা , তথ্য আপা সিফাত জাহান প্রমুখ।
খেলায় খেলোয়াড় বাছাই ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভলিবলসহ নানা ইভেন্টের টুর্র্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিরুল ইসলাম অল্ডাম, সুলেরী আলভী, আতর আলী, মশিউর রহমান বাজু, আব্দুল গাফ্ফার প্রমুখ।
ভলিবল খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আতর আলী ও মশিউর রহমান বাজু, আব্দুল গাফ্ফার প্রমুখ।
খেলা শেষে প্রীতি ভলিবল ম্যাচের বিজয়ী ও রানার্স আপ দলের টিম ম্যানেজমেন্টের হাতে পুরস্কার হিসেবে ট্রফি এবং খেলোয়াড়দের ম্যাডেল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের প্রতিনিধি এসি ল্যান্ড নাবিদ হোসেন।
