সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ-এর নেতৃত্বে নওগাঁ জেলার রানীনগর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স শিমু ব্রিকস্ ও মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ নামের দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এসময় ভাটা দুটিকে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালনার দায়ে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি অবৈধ কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট ইটভাটাগুলো বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযান চলাকালে জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
