ঢাকাThursday , 8 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 8, 2026 1:11 pm
Link Copied!

ইকবাল বাহার, পঞ্চগড়:  পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি এবং কৃষি কর্মকর্তা আসাদুন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় অংশগ্রহণকারীরা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় নির্বাচনী আচরণবিধি বিষয়ে উপস্থাপনা প্রদান করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুপ্ত করিম।