ঢাকাThursday , 8 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক

Mahamudul Hasan Babu
January 8, 2026 1:28 pm
Link Copied!

মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:  ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওমর আলীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) যোগদানের পর থেকেই বোরহানউদ্দিন থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এলাকাবাসী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।