ঢাকাFriday , 9 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

Mahamudul Hasan Babu
January 9, 2026 9:12 am
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নহাটা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়,বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ সূচনা করেন নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন টোকন। এ সময় উপস্থিত ছিলেন নহাটা বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (মহেব্বুল্লাহ)।

প্রচণ্ড শীত উপেক্ষা করে দর্শক ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার (৯ জানুয়ারি)। রাত ১২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নড়াইলের লোহাগাড়া নাইমের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অপরদিকে নহাটার ফয়সালের দল রানার্সআপ হয়।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই মোঃ রেজাউল হক।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন হাবিব ও লালটু মুন্সি।এছাড়াও আয়োজক কমিটির সদস্য আব্দুল্লাহ,শরিফুল শিকদার,মিরাজ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।