মো. রসকিবুল ইসলাম বাবু,, উত্তর ধরলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধ উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তি সম্পন্ন ডিভাইসসহ ১২জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুরে নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাঁদের আটক করেন কুড়িগ্রাম ডিবি পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন বামনডাঙ্গা ইউনিয়নের লুছনী আনন্দবাজার গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মিনারুল ইসলাম। তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আটককৃত বাকি ৫জন নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম (পূর্বপাড়া) গ্রামের ময়নুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন, বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা গ্রামের ওয়াহেদুজ্জামানের ছেলে শাহজামাল এবং নাগেশ্বরী পৌরসভার আরজী কুমারপুর মহল্লার আব্দুল হামিদ ও মোছাঃ তহমিনা বেগমের ছেলে মোঃ বেলাল হোসেন, কাজী মার্কেট (কাজীপাড়া) মহল্লার মৃত আবুল কাশেমের ছেলে বাবু ইসলাম ও বাগডাঙ্গা এলাকার মৃত জয়নাল আবেদীনের মেয়ে জান্নাতুল নাঈম মিতু।
নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে আটকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুল লতিফ, নেওয়াশী ইউনিয়নের ডাঙ্গামোড় এলাকার মৃত নাজির হোসেন সিদ্দিকীর ছেলে শরিফুজ্জামান সিদ্দিকী এবং মাদারীপুর জেলার শিবচর থানার কাচিকাটা ইউনিয়নের বাঁশখালী গ্রামের আব্দুল মালেক মৃধার ছেলে হিমেল মাহমুদ, মাদারীপুর জেলার রাজৈর থানার সদর পৌরসভার টেকেরহাট মহল্লার ইদ্রিস মোড়লের মেয়ে চামেলী আক্তার ও ঢাকা জেলার রামপুরা টিভি রোড (বাসা নং-২৮৫/১) মোঃ হারুন খানের ছেলে মাহবুব খান। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা পরীক্ষার হলে একজন প্রক্সি শিক্ষক কে আ আটক করেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ৩৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। এতে অংশ নিয়েছে ২৪হাজার ২৭৪জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে প্রতি ২৫জন পরীক্ষার্থীর জন্য ১জন পরিদর্শক, প্রতিটি কেন্দ্রে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলো। পাশাপাশি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ধারা জারি ছিলো।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে ১১জনকে আটক করেন। উদ্ধার করা আলামত পর্যালোচনা করা হচ্ছে। ৩টি মামলার প্রস্তুতি চলছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা বলেন, আটকের বিষয় থানার মাধ্যমে জেনেছি। বর্তমানে তারা পুলিশের হেফাজতে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
