এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে মাদকদ্রব্য অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ৮ নং ধর্মপুর ইউপি’র কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাহাবার সমাজ কল্যাণ সংস্থা ও যুবসমাজের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার লিয়াকত আলী এর সভাপতিত্বে এবং এজাজ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমিঃ) ইশতিয়াক আহমেদ।
এছাড়াও রাহাবার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মানিক হোসেন, কামদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিম রেজা, ধর্মপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম আলী, ইউপি সদস্য শরীফ হোসেন, রাহবার সমাজ কল্যাণ সংস্থা ধর্মজইন এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাহাবার সমাজ কল্যাণ সংস্থা কামদেবপুর এর সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এর আগে একটি র্যালি কামদেবপুর বাজারে এবং আশ-পাশ এলকায় প্রদক্ষিণ করে।
