ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামি মৃত্যু

Mahamudul Hasan Babu
January 10, 2026 1:30 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৩৫) নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মৃত্যু হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়,ইসলামপুর পৌরশহরে নটারকান্দা গ্রামের চটকু শেখের ছেলে সুলতান শেখ। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন এর আগেও অসুস্থ অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল।
শনিবার(১০জানুয়ারি)সকালে প্রচণ্ড শীতের কারণে তার শ্বাসকষ্ট গুরুতর আকার ধারণ করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
আনুমানিক ৯টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া জানান,সুলতান শেখ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,সুলতান শেখ ২০২৫ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে সাজা ভোগ করে আসছিলেন। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।