ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 গাংনী উপজেলায় সড়কের শৃঙ্খলা ফেরাতে  যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশ।

Mahamudul Hasan Babu
January 10, 2026 1:30 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:সড়কের শৃঙ্খলা ফেরাতে মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশ। শনিবার বিকেলে গাংনী উপজেলার কাথুলী মোড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর।

অভিযান সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে শতাধিক মোটরযান ও বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এ সময় মোটরযান আইন, ২০১৮-এর ৩৮ ধারা অনুযায়ী চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং ৬৬ ধারা অনুযায়ী যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়। অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেলকে মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোটরযান আইন লঙ্ঘনের দায়ে ২টি মোটরসাইকেল আটক করা হয়।

অভিযানে জেলা ট্রাফিক পুলিশ, গাংনী থানা পুলিশ এবং র‍্যাব-১২-এর একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।