রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আধুনিক ক্রীড়া সামগ্রী ও ডিজিটাল প্রিন্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌর মার্কেট সংলগ্ন এজি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও ব্যবসায়িক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, বিএনপি নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানে মানসম্মত ক্রীড়া সামগ্রী, ক্রীড়া পোশাক, জার্সি, ট্রফি ও মেডেলসহ বিভিন্ন উপকরণ এবং আধুনিক ডিজিটাল প্রিন্টিং ও গ্রাফিক ডিজাইন সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে।
তারা আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। মানসম্মত ক্রীড়া সামগ্রী সহজলভ্য হওয়ায় তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে, যা সুস্থ ও সচেতন সমাজ গঠনে সহায়ক হবে। পাশাপাশি এ ধরনের প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ক্যাপ্টেন শেখ মাসুদ বলেন,
“তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আধুনিক ও মানসম্মত প্রিন্টিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুলভ মূল্যে মানসম্মত পণ্য ও সেবা প্রদান করা হবে।”
তিনি আরও জানান, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও সংগঠনের জন্য বিশেষ অর্ডারে ক্রীড়া সামগ্রী, জার্সি ও ডিজিটাল প্রিন্টিং সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সাফল্য এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
