Sun. Nov 24th, 2024

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, গাংনী পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান , গাংনী উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য এবং সঞ্চালনা করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
আলোচনা সভায় ভোক্তা অধিকার আইন -২০০৯ এর বিভিন্ন ধারা উপধারা এবং শাস্তি বা দন্ড তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

Related Post

Leave a Reply