ঢাকাSunday , 11 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ধানের জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!

Mahamudul Hasan Babu
January 11, 2026 11:27 am
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ধানের জমি থেকে এক ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার  ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের একটি পতিত ধানের পতীত জমি থেকে উক্ত লাশটি উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম হামিদুল মণ্ডল (৫০)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মমতাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকেলে ধানের টাকা সংগ্রহ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সকলে এলাকার লোকজন গ্রামের পাশের পতিত ধানক্ষেতে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এব্যাপারে
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো পূর্বশত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।