এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে আলু ক্ষেতে নানান পরিচর্যায় ব্যস্ত সময় পার করলেও আলুর ভালো দাম না পাওয়ায় অনেকটা হতাশায় ভ’গছেন আলু চাষীরা। তবে স্থানীয় কৃষি অফিসের কমকর্তারা জানিয়েছেন, এবারেও আলু বিদেশে রপ্তানী করা হবে। তাই ভাল ফলনের জন্য কৃষকদেও বা আলু চাষীদের সব ধরনের কারিগরি পরামর্শ দেয়া হচ্ছে ।
দিনাজপুরের বিরল উপজেলা আলু উৎপাদনে সাড়া জাগিয়েছে অনেক আগেই। কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের কারণে এ উপজেলায় প্রতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়ে থাকে। প্রতি বছরে আলুর মৌসুমে জেলার হিমাগার গুলো ধারণ ক্ষমতা পরিপূর্ণ হবার পর অতিরিক্ত আলু বাইরের জেলা বা উপজেলার হিমাগার গুলোতে সংরক্ষণ করা হয়। এরপর চাহিদামত হিমাগার থেকে আলু বের করে বাজার জাতসহ ও বীজ হিসাবে লাগানো হয় এসব আলু। অনেক নামি দামী কোম্পানীও এ উপজেলায় আলু বীজ সংগ্রহ ও সংরক্ষণের কাজ করছে অনেক আগে থেকেই। গতবার আলুর ভালো দাম না পাবার কারণে অনেক কৃষক বা আলু চাষী হিমাগারের ভাড়া চুকিয়ে আলু উত্তোলন করতে ব্যর্থ হয়েছেন। এবারেও তেমন শংকায় ভ’গছেন এ উপজেলার কৃষক বা আলু চাষীরা।
উপজেলার ব্রম্মপুর গ্রামের আদর্শ কৃষক ইনছান আলী জানান, তিনি প্রতিবারের মত এবারও আলুর আবাদ করেছেন। গতবার আলুর দাম না পেয়ে বেশ হতাশ হয়েছেন তিনি। চলতি মৌসুমেও কিছু জমিতে আগাম জাতের আলু উত্তোলন করে বেশ লোকসানে পড়েছেন। তাই তিনি মনে করছেন, গতবারের মত এবারেও লোকসানে পড়লে অনেক কৃষক আলুর আবাদ থেকে মুখ ফিরয়ে নিবেন।
তারমত অনেক আলু চাষী বা কৃষক জানান, যে হিসাবে সার-কিটনাশক, শ্রমিকসহ আলু উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে হিসাবে আলুর দাম নেই। খোলা বাজারে বর্তমানে নতুন আলু বারি আলু-১ (হীরা), বারি আলু-২ (মারিনি), বারি আলু-৪ (আইলসা), বারি আলু-৭ (ডায়ামন্ড), বারি আলু-৮ (পেট্রোনিস), বারি আলু-৯ (কার্ডিনাল) ও বারি আলু-১০ (লেডিরোসেটা) বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা দরে। এছাড়া দেশি লাল পাকড়ি, শিল বিলাতি , কুফরি সিন্দুরী, ও লাল শিল বা চল্লিশা জাতের আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২ থেকে ২৫ টাকা দরে। পাইকারী এসব আলু দাম আরও অনেক কম। ফলে বর্তমান আলুর বাজার মূল্যে হতাশ তারা। তার পরেও দাম বাড়ার আশায় আলুর পরিচর্যা করে যাচ্ছেন বলে তারা জানান।
এ ব্যপারে বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, এবার মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়াও অনুকুলে আছে। তার পরেও কৃষকদের সব সময় সব রকমের পরামর্শ দেয়া হচ্ছে।
তিনি আশ^াস দিয়ে বলেন, গত মৌসুমে এ জেলা থেকে নেপাল, সিঙ্গাপুর, মালোশিয়ায় প্রায় ১হাজার মেট্রিক টন আলু রপ্তানী হয়েছে। এবারও এ জেলা থেকে আরো বেশি পরিমানে আলু রপ্তানী হবে। আমরা সেই লক্ষ নিয়েই কাজ করে যাচ্ছি। তিনি জানান, দিনাজপুর জেলায় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে প্রতি বছর আলুর আবাদ হয়ে থাকে এবং যা থেকে প্রায় ১০ লক্ষাধিক মেট্রিক টন আলু উৎপাদন হয় ।
