স্টাফরিপোর্টার।। মাগুরা জেলায় কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক মক্তব কার্যক্রমের আওতায় ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ, কুরআন রাখার রেহেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মাগুরা জেলা মডেল মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুফতি জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদ্রাসার বিশেষ উদ্যোগে এবং ‘এসো কুরআন শিখি ফাউন্ডেশন’ ও ‘আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মাওলানা শাহ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী হাসান, মাওলানা মুশাহিদ আলী চমকপুরি,মাওলানা মুস্তাফিজ সালমান, মাওলানা জসিমুদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ।
এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু শিক্ষার্থী লামিয়া জানায়, “আজ আমি প্রথম কুরআন শরীফ পড়ার সবক পেলাম। কুরআন আর রেহেল পেয়ে খুব ভালো লাগছে। আমি নিয়মিত কুরআন পড়তে চাই।”
আরেক শিক্ষার্থী আয়ান বলে,“আমাদের সবাইকে একসঙ্গে কুরআন শেখানো হচ্ছে, এটা খুব ভালো লাগছে। বড় হয়ে আমি কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন চলতে চাই।
অভিভাবক মুস্তাফিজ সালমান বলেন, বর্তমান সময়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাগুরা জেলায় একসঙ্গে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে শিশুরা ছোটবেলা থেকেই কুরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে। তিনি এ ধরনের কার্যক্রম নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে চালু রাখার আহ্বান জানান।
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের মাগুরা জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম বলেন, শিশুদের মাঝে কুরআন শিক্ষার আগ্রহ সৃষ্টি এবং নৈতিক শিক্ষা প্রসারে এ আয়োজন করা হয়েছে। কুরআন শিক্ষার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে দ্বীনদার, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
