ঢাকাSunday , 11 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 11, 2026 2:06 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল  ধর্মপাশা,মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় মধ্যনগর সদর বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সুনামগঞ্জ-১ আসনের আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।
অন্যানদের মাঝে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মামুন হোসেনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।