সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ জেলার বিভিন্ন এলাকার মানুষের হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ। জেলা পুলিশের ধারাবাহিক ও জোরদার উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মোট ৪৬টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান পুলিশ সুপার নওগাঁ জেলায় যোগদানের পর থেকেই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁর নির্দেশনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং আইসিটি শাখা সমন্বিতভাবে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিগত কয়েক মাসে শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন আগে হারিয়ে গিয়েছিল। প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই জানান, মোবাইল ফিরে পাওয়ার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এই উদ্যোগের জন্য তারা নওগাঁ জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ বিষয়ে জেলা পুলিশ জানায়, সাধারণ জনগণের সহযোগিতা পেলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা আরও সহজ হয়। সম্মানিত নওগাঁবাসীর উদ্দেশ্যে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় কারো মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সেই জিডির কপি নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে অথবা সরাসরি পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোলরুমে জমা দিতে অনুরোধ করা হয়েছে। জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য।
জেলা পুলিশের এই মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ নওগাঁবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবায় নওগাঁ জেলা পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
