মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে রেঞ্জের টিয়ারচর সংলগ্ন কালামিয়ার ভারাণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে দস্যুরা।
অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকার আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)।
জেলেদের মহাজন মিজান বহদ্দার জানান, শনিবার রাত ১২টার দিকে টিয়ারচরের কালামিয়ার ভারাণী এলাকায় নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এরপর তারা দুই জেলেকে নিজেদের ট্রলারে তুলে বনের গহীনে নিয়ে যায়। যাওয়ার সময় মুক্তিপণের বিষয়ে যোগাযোগের জন্য অন্য জেলেদের কাছে একটি মোবাইল নম্বর দিয়ে যায় দস্যুরা।
এই অপহরণের ঘটনায় শেলারচর এলাকার সাধারণ জেলেদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু অভিযোগ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। জেলেরা এখন একপ্রকার দিশেহারা। দস্যুদের নির্ধারিত চাঁদার টাকা আগেভাগেই ‘বিকাশ’-এর মাধ্যমে পরিশোধ করে তারপর মাছ ধরতে হচ্ছে। চাঁদা না দিলেই ঘটছে অপহরণের ঘটনা।
প্রসঙ্গত, গত মাসেও এই জাহাঙ্গীর বাহিনী চার জেলেকে অপহরণ করেছিল, যাদের ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আব্দুর সবুর জানান, টিয়ারচরে দুই জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন।
এদিকে, সুন্দরবনে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
