এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীসহ ফেন্সিডিল ও বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার করা হয়েছে।
গত রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র টহল দলের বিশেষ অভিযানে বিরল উপজেলাধীন সীমান্ত পিলার নং ৩২২/২-এস থেকে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগানের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮১ বোতল বাংলা মদ উদ্ধার করতে সক্ষম হয়।
একই দিন রাত ৮ টার দিকে উপজেলার কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার নং ৩৩১/৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোনাগ্রাম এলাকার বড়পুল ব্রীজ নামক স্থানে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন করার সময় কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বিজোড়া ইউপি’র ভবানীপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মাদক ব্যবসায়ী শরিফ হোসেন (২৮)কে তল্লাশী চালিয়ে ২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন, ১টি সীমকার্ড, ১টি পালসার মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ২ বোতল ভারতীয় ফেন্সিডিল ধ্বংস করা হয় এবং সাজাপ্রাপ্ত আসামীকে বাটন মোবাইল ফোন, সীমকার্ড ও পালসার মোটরসাইকেলসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়া উদ্ধারকৃত মালিকবিহীন মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্যা মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ১৯ হাজার ৯ শত) টাকা উল্লেখ করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।
