ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে মামলা ছাড়াই পুলিশের হাতে আটক ইউপি সদস্য ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 

Mahamudul Hasan Babu
January 12, 2026 4:13 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুর থানায় পুলিশের হাতে আটক জামির উদ্দিন (৭০) নামে সাবেক ইউপি সদস্য অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীতে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।
রোববার (১১জানুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছিরের তত্ত্বাবধানে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।
গত শনিবার (১০জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পলবান্ধা ইউনিয়নে সিরাজাবাদ বাজার এলাকা থেকে জামির উদ্দিনকে থানায় নিয়ে আসে ইসলামপুর থানা-পুলিশ। তিনি পলবান্ধা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তাঁর বাড়ি দক্ষিণ বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়,উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজাবাদ বাজার থেকে তাঁকে থানায় নিয়ে যায়। এ সময় জামির উদ্দিন গুরুতর অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। তবে স্থানীয়দের অনুরোধ উপেক্ষা করে তাঁকে সরকারি পিকআপ ভ্যানে করে থানায় নেওয়া হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১০টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন রাতে। রোববার দুপুরে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল,মজিবর ও আকবর জানান,দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন জামির উদ্দিন। তিনি ঠিকমতো চলাফেরা করতেও পারেন না। বিষয়টি পুলিশকে জানানো হলেও তাঁকে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে এসআই হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কাউকে আটকও করিনি।
জামির উদ্দিনের জামাতা ফরহাদ হোসেন বলেন,আমার শ্বশুর প্রায় ১৫ বছর ধরে শ্বাসকষ্ট,ব্যথা ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। কী কারণে তাঁকে থানায় আনা হয়েছে,সেটিও পুলিশ আমাদের জানায়নি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। বর্তমানে পুলিশ পাহারায় ঢাকায় তাঁর চিকিৎসা চলছে।
ইসলামপুর থানার এএসআই নাছির বলেন,জামির উদ্দিনকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। তাঁর দেখভালের জন্য পরিবারের সদস্যরা সেখানে আছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন,জামির উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে আটক করা হয়নি। একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে কী কারণে তাঁকে থানায় আনা হয়েছিল—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি ওসি।
এ বিষয়ে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের বলেন,জামির উদ্দিন নামে এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।