নিজস্ব প্রতিবেদকঃ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ছোট হেলেঞ্চা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে আদুরী খাতুনের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন,এলাকাবাসীর জানাজানি হওয়ার পরে তাদের দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। এবং পরবর্তীতে বিয়ে করলেও মাত্র তিন মাসের মধ্যেই তালাক দেওয়ার অভিযোগ উঠেছে হাবিবুর রহমানের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, হাবিবুর রহমান প্রথমে বিয়ের আশ্বাস দিয়ে আদুরী খাতুনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান। পরবর্তীতে পারিবারিক ও সামাজিক চাপে বিয়ে হলেও, বিয়ের তিন মাস না যেতেই কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তাকে তালাক দেন হাবিবুর রহমান। তাৎক্ষণিক ছেলের বাবা আনসার ফকির এলাকার প্রধানদের কাছ থেকে তিন মাসের সময় চেয়ে নেন, তিন মাস পরে ছেলের বউকে ঘরে তুলে নিবে। কিন্তু ঘটনা ঘটে বিপরিতে সেই মেয়েটিকে কোর্টের মাধ্যমে তালাক প্রদান করা হয়, কিন্তু মেয়েটি জানান যে তার স্বামী তাকে তালাক দেয়নি তার শ্বশুর-শাশুড়ি জোরপূর্বক তালাক দিতে বাধ্য করিয়েছে। আদুরী খাতুন নুর মিয়ার কন্যা এবং তার মায়ের নাম আইজান খাতুন। তাদের বাড়ি গ্রাম ছোট হেলেঞ্চায়। অপরদিকে অভিযুক্ত হাবিবুর রহমান আনসার ফকিরের ছেলে, আনসার ফকির মুঠোফোনে জানান তার ছেলে বউ রাখতে চাচ্ছেনা বিধায় ডিভোর্স দিয়েছে,বউ তার সিদ্ধান্ত তার,আমার কিছু বলার নাই।আদুরী খাতুনের পরিবার জানায়, এই ঘটনার ফলে মেয়েটি সামাজিক ভাবে ও মানসিক ভাবে চরম ক্ষতির মুখে পড়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে পাইকপাড়া গ্রামের অভিযুক্ত হাবিবুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত প্রতারণা এবং তারা এর সুষ্ঠু বিচার চান।স্থানীয়দের মতে, এমন ঘটনা সমাজে নারীদের নিরাপত্তা ও সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে। তারা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
