ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন ২৪ ঘণ্টার অভিযানে দুই খুনি গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
January 13, 2026 8:08 am
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফেরদৌসের ছেলে রাকিবুল হাসান সিয়াম (১৬) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)। শেরপুর থানার এসআই মো. সাঈফ, মো. রকিবুল ইসলাম ও বিকাশ সহ পুলিশের একটি চৌকশ টিম ১২ জানুয়ারী সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ জানায়, চাচার জমির প্রতি লোভ এবং কিটনাশক প্রয়োগ করে খামারের মুরগি মারা হয়েছে এমন সন্দেহ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল সম্পর্কে গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান সিয়ামের চাচা। জমির প্রতি লোভ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামিরা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম আলী জানান, হত্যার পরপরই পুলিশ তদন্ত শুরু করি। নিহতের জানাযা শেষে ঘাতক ভাতিজার শরীর কাপাকাপি থেকে আমাদের মনে সন্দেহের দানা বাধে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।