মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধ বাড়িয়া গ্রামে ভেজাল সন্দেহে ৪১ ড্রাম মধু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান।সোমবার রাতে দুধ বাড়িয়া আপেলের বাড়ির সামনে গ্রামবাসী গভীর রাত্রে সন্দেহ হলে আটক করে তাদের ।সেখানে দেখা যায় চারটি সিএনজি তে ৪১ ড্রাম গ্রামবাসীর সন্দেহ হলে চেক দিয়ে দেখে সেখানে ভেজাল মধু জব্দ করে প্রসাশন কে খবর দেওয়া হয় পরে ঘটনা স্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত মধু ফাঁকা জায়গায় নষ্ট করে ফেলে। এই ঘটনার সঙ্গে জড়িত বরপুকুরিয়া গ্রামের রমজান আলী ও সহোদর ভাই জাইদুল ও তার চাচাতো ভাই মোস্তফা তার চাচা গোলাম রসুল ,আম্বিয়া ও তার জামাই সোহাগ গাজী । তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছে জানায় এলাকাবাসী ।
স্থানীয়রা জানানা, চিনি জ্বালিয়ে মধু তৈরির গোপন সংবাদ পেলে আমরা রাস্তায় দাঁড়াই এবং গাড়িগুলো দাঁড় করিয়ে চেক করে দেখি ভেজাল মধু তখন আমরা প্রশাসনকে খবর দেই ।তবে মধুর মালিক মো. রমজান , মো.জাইদুল, মো.মোস্তফা , মো.সোহাগ , আম্বিয়া ও গোলাম রসুল এদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায় তারা পলাতক বলে জানায় এলাকাবাসী ও প্রশাসন । এলাকাবাসি আরো জানান এদের সেলটার দাদাদের আমরা দেখতে চাই এই সিন্ডিটিকেটের সাথে কারা জড়িত । এদের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে ও এরা এর আগেও জেল খেটেছে । স্থানীয়রা আরো জানান আগে ভাত না পেলেও এখন এই সিন্ডিকেট করে ভেজাল মধু বানিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে প্রাইভেট কার ছাড়া তারা যাতায়াত করে না । এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান তাদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
