ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা ১ আসনের বি এন পি প্রার্থী মনোয়ার হোসেন খানের সম্পদ কমেছে, বেড়েছে স্ত্রীর!

Mahamudul Hasan Babu
January 13, 2026 10:38 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা -১ আসনের বি এন পি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বি এন পি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নিজের নামে সম্পদ হ্রাস, ব্যাংক ঋণ কয়েকগুণ বৃদ্ধি এবং একই সময়ে স্ত্রীর নামে জমি, একাধিক ফ্ল্যাট, গাড়ি ও বড় অঙ্কের ব্যাংক জমার তথ্য তার নির্বাচনী হলফনামায় উঠে এসেছে এমনই বৈপরীত্যপূর্ণ আর্থিক চিত্র। একাদশ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামার তুলনায় দেখা যায়, গত সাত বছরে তার ব্যক্তিগত সম্পদ কমলেও স্ত্রী রওশন আরা বেগমের নামে সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
হলফনামা অনুযায়ী, একাদশ নির্বাচনের সময় রওশন আরা বেগমের নামে নগদ ছিল মাত্র ৫০ হাজার টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার। বর্তমানে তার নামে নগদ রয়েছে ৯ লাখ ১২ হাজার ৭৯২ টাকা, ব্যাংকে জমা ৮ লাখ ৫৫ হাজার ৫১২ টাকা এবং স্বর্ণালংকার বেড়ে দাঁড়িয়েছে ২০ ভরি।
স্থাবর সম্পদের তালিকায় যুক্ত হয়েছে মাগুরায় ৩ একর ৮৬ শতাংশ ও ঢাকার সাভারে সাড়ে ১৩ শতাংশ জমি। পাশাপাশি ঢাকার উত্তরায় তিনটি ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাট রয়েছে তার নামে। রূপায়ন উত্তরা সিটিতে একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম বাবদ জমা দেখানো হয়েছে ৭০ লাখ টাকা। এছাড়া ২০ লাখ টাকা দামের একটি মাইক্রোবাসও রয়েছে। এসব সম্পদের বিপরীতে একটি ব্যাংকের কাছে তার নামে দায় দেখানো হয়েছে ৪৮ লাখ ৯৮ হাজার ৮১ টাকা।

অন্যদিকে মনোয়ার হোসেন খানের নিজের আর্থিক অবস্থান ভিন্ন চিত্র তুলে ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই নেতা পেশায় ব্যবসায়ী হলেও একাদশ নির্বাচনের সময় তার কোনো ব্যবসায়িক আয় ছিল না; বর্তমান হলফনামাতেও তা উল্লেখ নেই। বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে তার আয় সাত বছরে অর্ধেকে নেমে ৫ লাখ ৪০ হাজার টাকা থেকে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার টাকায়। তবে এবারের হলফনামায় ঔষধ কোম্পানির পরামর্শক হিসেবে তার বার্ষিক আয় ২০ লাখ ৮০ হাজার টাকা দেখানো হয়েছে।
তার নিজ নামে ব্যাংক জমা ৩৪ লাখ ৩৮ হাজার ৫৬২ টাকা থেকে কমে হয়েছে ২৮ লাখ ৩২ হাজার ৪২১ টাকা। একাদশ নির্বাচনের সময় তার নামে থাকা ৭৪ শতাংশ অকৃষি জমিও বর্তমান হলফনামায় আর নেই। বিপরীতে ব্যাংক ঋণ ১০ লাখ ৫২ হাজার ৭৮৯ টাকা থেকে বেড়ে প্রায় পাঁচগুণ হয়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৯৮ হাজার ৮১ টাকায়।
এদিকে একই সময়ে দুটি কোম্পানিতে তার নামে শেয়ার রয়েছে, যার বাজারমূল্য দেখানো হয়েছে ৩৬ লাখ ২৩ হাজার ৩৬০ টাকা। পাশাপাশি স্থায়ী আমানত হিসেবে স্ত্রীকে তিনি ৮০ লাখ টাকা ঋণ দিয়েছেন বলেও হলফনামায় উল্লেখ রয়েছে, যা সম্পদের অভ্যন্তরীণ স্থানান্তর নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
নিজের, স্ত্রী ও সন্তানের ঘোষিত সম্পদের বিপরীতে মনোয়ার হোসেন খান মোট আয়কর পরিশোধ করেছেন ৪ লাখ ৭৬ হাজার ৫৩৯ টাকা। ঘোষিত সম্পদ, বিনিয়োগ ও ঋণের পরিমাণের সঙ্গে এই আয়করের অঙ্ক কতটা সামঞ্জস্যপূর্ণ—তা নিয়েও আলোচনার অবকাশ রয়েছে।
আইনগত অবস্থান সম্পর্কে হলফনামায় উল্লেখ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তিনি বর্তমানে আসামি এবং মামলাটি বিচারাধীন। এছাড়া আরও দুটি ফৌজদারি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।
স্ত্রীর নামে সম্পদ প্রসঙ্গে মনোয়ার হোসেন খান বলেন,“আমার বাবাও তার অধিকাংশ সম্পত্তি আমার মায়ের নামে করেছিলেন। আমার যা কিছু আছে, তাও স্ত্রীর নামেই করেছি। নিজের নামে থাকা সম্পত্তি বিক্রি করেই স্ত্রীর নামে সম্পদ গড়া হয়েছে।”