এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার কৃতি সন্তান কবি ও ছড়াকার অজয় রায় শব্দকথা সাহিত্য পুরস্কার (শিশু-সাহিত্য) -২০২৫ পেয়েছেন। ১০ জানুয়ারি শনিবার দুপুর ২ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত শব্দকথা প্রকাশন সাহিত্য উৎসবের আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সাহিত্যিক আবু তাহের মুহাম্মদ জাবের। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। এ বছর শিশুসাহিত্যে কবি ও ছড়াকার অজয় রায় এই সম্মাননায় ভূষিত হয়েছেন।
অজয় রায় তার ‘ফুল ফাগুনের মেলা’ বইটির জন্য এই বিরল সম্মাননা পান। এ সময় তাকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
আড়ম্বরপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে কবিতা, প্রবন্ধ ও গবেষণা, ছোটগল্প, সায়েন্স ফিকেশন, উপন্যাস, শিশু-কিশোর সাহিত্য, অনুবাদ সাহিত্য ও আত্মজীবনী, স্মৃতিকথা ভ্রমণকাহিনী এ ৮টি বিভাগে লেখকদের সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে লেখক, প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ এর সভাপতিত্বে আখতারুজ্জামান তরপদার ও নাহিদা আক্তার সুর্মির সঞ্চালনায় হবিগঞ্জের বিশিষ্ট গুণীজন, শিক্ষাবিদ ও সাহিত্যিকগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অজয় রায় এর জন্ম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামে। তিনি স্নাতকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা পেশায় যুক্ত থাকায় নিয়মিত কবিতা,কিশোর কবিতা, ছড়া,গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনি লেখালেখির পাশাপাশি সাহিত্য সংগঠনের কর্মকান্ডের সাথেও যুক্ত রয়েছেন। নিজ উপজেলায় মধ্যনগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নিজ জেলাতেও সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
অজয় রায় এর প্রকাশিত বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে, হাওরকন্যা, পাহাড়ি ঢল, মুক্তিযুদ্ধের গল্প ফিরে এলো না, ভাষার মাসে ফাগুন আসে, আমিও অন্যগ্রহের কেউ নই, ফুল ফাগুনের মেলা ও ডাহুক পাখি ডাকে।
এ বছর তার আরো দুটি বই ‘হিজল বনে সাদা বক’ ও ‘স্বপ্নডানায় রঙধনু’ প্রকাশিত হবে।
কবি ও ছড়াকার অজয় রায় এনবিসিটি’র ‘কৈশোর বার্তা’ পত্রিকার সম্পাদনা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের মাঠ পর্যায়ের গবেষণামূলক কার্যক্রমের দায়িত্ব পালন করেন।তিনি সরকারি উদ্যোগে উপজেলা, জেলা, বিভাগীয় সাহিত্য মেলা ও বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশগ্রহণ করে সাহিত্য পরিমন্ডলে নিজের মেধা-মনন,ও প্রতিভা বিকাশের ছাপ রেখেছেন।
সাহিত্য পরিমন্ডলে বিশেষ অবদানের জন্য পার্বত্যকাব্য গুণীজন সম্মাননা-২০২৬, বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক-২০২৫, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হওয়ায় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩, সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার -২০২১, প্রিয়াঙ্গন সাহিত্য কুটির-২০২০ ও সুপার স্টার এওয়ার্ড-২০১৯ ঢাকা পুরস্কারসহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি শিশু অধিকার নিয়ে কাজ করায় ২০০১ সালে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (BSAF) তাকে থ্যাংকস লেটার বা ধন্যবাদ পত্র প্রদান করে।
শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বহুমুখী অবদানের জন্য কবি ও ছড়াকার অজয় রায় শব্দকথা সাহিত্য পুরস্কার (শিশু-সাহিত্য) ২০২৫ মনোনীত হওয়ায় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে।
