ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে খাদ্য গুদামে দুদক, মালিকানা নেই সাড়ে তিন মেট্রিক টন চালের 

Mahamudul Hasan Babu
January 13, 2026 11:31 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার দুপুরে রুহিয়া খাদ্য গুদামে সমন্বিত জেলা কার্যালয়ের একটি টীম অভিযানটি পরিচালনা করেন৷ 

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজি বলেন, আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক অভিযানটি পরিচালনা করা হয়৷ একটি গুদামে অতিরিক্ত সাড়ে তিন মেট্রিক টন চাল পাওয়া যায়৷ তবে কোন মালিকানা পাওয়া যায়নি। দায়িত্বরত কর্মকর্তারাও কিছু জানাতে পারেননি৷ মালিকানা না মিললে সরকারি কোষাগারে জমা দেয়া হবে৷ এছাড়াও নিম্ন মানের চাল নিয়ে অভিযোগ ছিল৷ পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।