ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে প্রকাশ্যে যুবককে এলোপাতাড়ি পিটিয়ে জখম

Mahamudul Hasan Babu
January 13, 2026 2:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল ১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দিন- দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে লাথি দিয়ে ফেলে এলোপাথারি কিল,ঘুসি দিয়ে মারুফ হাসানকে জখম করে আহত করে ।
ধনবাড়ী থানার অভিযোগ থেকে জানা যায়, ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের শিরনকাজী গ্রামের মৃত আব্দুল কাদের (মাস্টারের) ছেলে মোঃ মারুফ হাসান ।
‎আহত মারুফ হাসান বলেন, বিকেল আনুমানিক ৩.৩০ ঘটিকা সময় ধনবাড়ী কলেজপাড়া আন্- নূর মাদ্রাসার ৩ জন হুজুর সহ মোট ৪ জন সামাজিক কবরস্থানের জমি দেখে আসার সময় আমরা মোটরসাইকেলে যোগে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে (১ নং) বিবাদী মোঃ হৃদয় হাসান, চলন্ত মোটরসাইকেলে লাথি দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়। এবং (২নং) বিবাদী নাসির উদ্দিন (২৭) উভয় পিতা আলমাস আলী। (৩ নং) বিবাদী নাজমা বেগম (৫০) স্বামী আলমাছ আলী (৫৫) পিতা অজ্ঞাত, ও (৪ নং) বিবাদী আলমাছ আলী (৫৫) পিতা অজ্ঞাত সর্বসাং- কলেজপাড়া। বিবাদী (২নং) (৩নং) ও (৪ নং) বিবাদীর সহযোগীতায় ১নং বিবাদী তাকে এলোপাতাড়ি কিল,গুসি, লাথি মেরে রক্তাক্ত করে। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে । ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এ ব্যাপারে মারুফ হাসান বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের কে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করে । অভিযোগ পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । এ ব্যাপারে গণমাধ্যমকে মারুফ হাসান বলেন আমি একজন সাধারণ নাগরিক এবং আইন মান্যকারী আইনের উপর আমার যথাযথ আস্থা ও বিশ্বাস আছে অবশ্যই আমি ন্যায় বিচার পাব বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন ।