চরফ্যাশন প্রতিনিধি: আগামী এক বছরের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার(১১ জানুয়ারী) রাত ৯ টার দিকে দক্ষিণ আইচা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপকূল নিউজের প্রতিনিধি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হিসেবে ভোরের চিত্রের প্রতিনিধি মো আবু তাহের মাস্টার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি জসিম পাটোয়ারী, সহ-সভাপতি হিসেবে আমার সংবাদ প্রতিনিধি মো.সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নন্দিত টিভির প্রতিনিধি মো. আনিচুর রহমান এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো.হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক শিরোমণি পত্রিকার প্রতিনিধি মো. জুলফিকার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আলোকিত সকাল প্রতিনিধি মো. সামছুদ্দিন খোকন।
কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে দেশ প্রবাহের প্রতিনিধি মো.জোবায়ের খাঁন, দপ্তর সম্পাদক হিসেবে ক্রাইম বাংলা প্রতিনিধি আঃ রহিম, প্রচার সম্পাদক হিসেবে বাংলা ৫২-এর প্রতিনিধি মো.মোসলেহ উদ্দিন রবিন দায়িত্ব পালন করবেন।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক পূর্বাপারের নির্বাহী সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, দৈনিক সময়ের চিত্রের সম্পাদক এ আর মামুন, নতুন সময় টেলিভিশন প্রতিনিধি আদিত্য জাহিদ এবং দৈনিক অগ্নি শিখার মো.মনির ফরাজী। সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক সময়ের চিত্রের প্রতিনিধি এ আর মমিন এবং দৈনিক বাংলাদেশ মিডিয়ার মো. আলাউদ্দিন মাস্টার।
সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতা চর্চা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় দক্ষিণ আইচা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটি ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ আইচা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সমাজের সত্য তুলে ধরার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
