সবুজ হোসেন, নওগাঁ:পরিবেশ সুরক্ষার লক্ষ্যে নওগাঁ জেলার পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ প্রিয়াংকা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লক্ষ টাকা, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লক্ষ টাকা এবং মেসার্স কেইবিসি ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। সব মিলিয়ে সর্বমোট ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের অংশ হিসেবে সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া দুইটি ইটভাটার কিলন এক্সকাভেটরের মাধ্যমে ভেঙে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, পোরশা থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং ফায়ার সার্ভিস সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, “পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
