রাহাত শরীফ গোপালপুর উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে পৌরসভার সমেশপুর মহল্লায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা জয়নগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা নুরজাহান সীমা ও তার স্বামী, পৌরসভার সার্ভেয়ার আব্দুল আজিজকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে স্বামী-স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে ডাকাতরা।
ডাকাতরা আলমারি ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। এ সময় বাড়ির আশপাশের লোকজন ডাকচিৎকার টের পেলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার পর থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন
