মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সিসিডিবি এনজিওর উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। কনকনে শীত আর ঘন কুয়াশায় যখন ভাঙ্গুড়া জনপদ নীরব ও স্থবির, তখন শীতার্ত ও অসহায় মানুষের জীবনে উষ্ণতার পরশ নিয়ে পাশে দাঁড়াল বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। মানবিক দায়িত্ববোধ থেকে সংস্থাটির উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে “কম্বল বিতরণ–২০২৬” কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) পাবনার ভাঙ্গুড়া উপজেলার সিসিডিবি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এরিয়া ম্যানেজার মো.আব্দুস সোবাহান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও অধ্যাপক আব্দুল হামিদ।শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তিনি এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সোবহান বলেন, “শীত শুধু প্রকৃতির নয়, মানুষের জীবনেও কষ্ট বয়ে আনে।এই সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সিসিডিবি দীর্ঘদিন ধরে মানবিক কাজের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে আছে—এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।”
অনুষ্ঠানেসিসিডিবি,ভাঙ্গুড়া ,কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সুচারুভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিসিডিবি ভাঙ্গুড়া এলাকার এলাকা সমন্বয়কারী মো.ইন্দজিৎ রায় ।
পাশাপাশি শাখা চাটমোহর, ভাঙ্গুড়া -এরিয়া ম্যানেজার প্রতিনিধি মো.আব্দুস সোবহান সিসিডিবির অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে অনেকের মুখেই ফুটে ওঠে স্বস্তির হাসি। এক উপকারভোগী বলেন, “এই শীতে একটি কম্বল আমাদের জন্য অনেক বড় পাওয়া। রাতে ঘুমাতে কষ্ট হতো, আজ মনে হচ্ছে একটু শান্তিতে থাকতে পারবো।”
সিসিডিবি কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মানবিকতার এমন উদ্যোগ শীতের এই সময়টাতে শুধু শরীর নয়, মানুষের মনেও উষ্ণতা ছড়িয়ে দেয়—আর সেই উষ্ণতার বার্তাই বহন করল ভাঙ্গুড়ার সিসিডিবির এই কম্বল বিতরণ অনুষ্ঠান।
